মিটিংয়ে বসে ঘুমাচ্ছেন বা ঝিমাচ্ছেন, রাজনৈতিকদের এ রকম ছবি মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে নেটিজেনরা হাসির খোরাক পায়। শুধু যে রাজনৈতিক ব্যক্তিরাই মিটিংয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, তা কিন্তু নয়। করপোরেট পর্যায়েও এটি ঘটে।
মিটিংয়ে ঘুমিয়ে পড়া কোনো সমাধান নয়। তবে ঘুম তাড়ানোর কিছু উপায় আছে।
মিটিং ডাকার উপযুক্ত সময় হচ্ছে সকাল। দুপুরের খাবারের সময় মিটিং ডাকা শ্রেয় নয়। সে সময় মিটিং ডাকলে মানুষ নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। মিটিংয়ের জায়গাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচরাচর যে জায়গায় মিটিং হয়, সেটি এড়িয়ে ভিন্ন জায়গায় মিটিং করলে মানুষের ভেতর উদ্যম কাজ করে। আরও ভালো সমাধান হচ্ছে দাঁড়িয়ে মিটিং করা।
ঘুম ডেকে আনে, মিটিংয়ের আগে সে ধরনের খাবার পরিহার করতে হবে। মিটিংয়ে নিজের মতামত বা বক্তৃতা দিলে ঘুম ধরবে না, বক্তব্য দেওয়ার মতো কিছু না থাকলেও মাথা নাড়িয়ে অন্যের কথার সায় দিয়ে যেতে হবে। এতে করে ঘুম আপনার ওপর চেপে বসবে না। ঘুম যদি খুব জোরেশোরে পেয়ে বসে, তাহলে একটু নড়েচড়ে বসুন। নিজের গায়ে চিমটি কাটুন। ঘুম পালাবে। যদি এতেও কাজ না হয়, তাহলে মিটিং ছেড়ে চলে যাওয়াই ভালো।