সোনার দাম আরেক ধাপ বাড়ল। ২৩ জুলাই মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৬২ টাকা। ২৪ জুলাই বুধবার থেকে এ বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। এর আগে ৩ জুলাই সোনার দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ, ২০ দিনের মাথায় আবারও বাড়ানো হলো সোনার দাম।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার ভরির দাম ৪৯ হাজার ৮৬৩ টাকা থেকে বেড়ে ৫১ হাজার ২৯ টাকা হয়েছে। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪৪ হাজার ৮৪৮ থেকে বেড়ে ৪৬ হাজার ১৪ টাকায় হয়েছে। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা।
সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত আছে। এ মানের সোনা প্রতি ভরি আগের মতো ২৭ হাজার ৮২৭ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে একজন ক্রেতা জুয়েলারির দোকান থেকে সোনার গয়না কিনতে চাইলে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।