রাজধানী ঢাকায় শুরু হয়ে দারুণ এক সৌন্দর্য প্রতিযোগিতা। ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’। সমাজে বডি শেমিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার।
আয়োজক রিয়েল হিরোস এক্স প্রো অ্যান্ড কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা মালা খন্দকার ‘ক্যানভাস’কে জানান, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’-এ অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। সেখানে দেশের নানা বয়সী বিবাহিতা ও অবিবাহিতা ৪০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে অনলাইনেই প্রাথমিক বাছাই শেষে ২০০ জনকে বেছে নেওয়া হয়। সেই তালিকা থেকে অডিশন রাউন্ডের মাধ্যমে টপ-৪৫ বেছে নিয়ে এখন চলছে তাদের গ্রুমিং।
মালা খন্দকার আরও জানান, অডিশন রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইমন, নির্মাতা প্রবীর রয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, ডিজাইনার পোর্শিয়া, কনসালটেন্ট তাওহীদা রহমান ইরিন, ফ্যাশন ডিজাইনার সিলভি মাহমুদ, ব্লগার লিয়োনা রাহমান, ডাক্তার লাইলা নুর নাজনিন এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা হাসনাত রিতু প্রমুখ।
বর্তমানে বাছাইকৃত ৪৫ জন প্রতিযোগীকে তাদের ভাষা, হাঁটা, উচ্চারণ, এক্সট্রা কারিকুলাম এবং অন্যান্য বিষয়ে গ্রুমিং করানো হচ্ছে। আগামী ২৩ জুলাই ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ: https://www.facebook.com/PlusBangladeshofficial