২১ নভেম্বর ২০২৫; থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ বার্ষিক বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে অংশ নিতে ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নানা দেশের প্রতিযোগীদের উপস্থিতি ঘটেছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হিসেবে হাজির রয়েছেন তানজিয়া জামান মিথিলাও।
মিস ইউনিভার্সের বিভিন্ন অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই তারকার ব্যস্ততার নানা ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে স্পষ্ট, যথারীতি সাবলীল উপস্থাপনায় নিজের ঝলক দেখাচ্ছেন মিথিলা। এমনই কিছু স্থিরচিত্রে নজর বোলানো যাক।

২৯ অক্টোবর ২০২৫, রাত ১২টা ৪৩ মিনিটে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর ফেসবুক পেজে পোস্ট করা হয় থাইল্যান্ডের উদ্দেশ্যে মিথিলার দেশ ছাড়ার বেশ কয়েকটি ছবি। ক্যাপশনে লেখা হয়, ‘চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, মনে আত্মবিশ্বাস, লাল সবুজের বিশ্ব জয়ের প্রত্যয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫, তানজিয়া জামান মিথিলার যাত্রা শুরু। বাংলাদেশকে সাপোর্ট করুন’

২ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পোস্ট করা ছবিতে দেখা যায়, মিথিলাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং থাই প্যাজেন্ট ডিরেক্টর নাওয়াত ইতসারাগ্রিসিল

২ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ১৯ মিনিটে ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ ফেসবুক পেজে মিথিলাসহ আরও কয়েকজন প্রতিযোগীর ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়, ‘তাদের যাত্রা শুরু হলো; তাদের প্রত্যেকেই নিজ নিজ পন্থায় মন্ত্রমুগ্ধকর’

৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ফেসবুক পেজে ‘ডে থ্রি, মিস ইউনিভার্স ২০২৫ সিস্টারহুড’ ক্যাপশনে অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে মিথিলার বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়; সেখানে স্থান পাওয়া এই ছবিতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ তথা মিথিলার সঙ্গে রয়েছেন ‘মিস ইউনিভার্স স্লোভাকিয়া’ ভিক্তোরিয়া গুলোভা এবং ‘মিস ইউনিভার্স ইকুয়েডর’ নাদিয়া মেজিয়া

মিস ইউনিভার্সের বর্তমান মুকুটধারী, অর্থাৎ ‘মিস ইউনিভার্স ২০২৪’ বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগের সঙ্গে মিথিলা; এই ছবি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ফেসবুক পেজে পোস্ট করা হয় ৫ নভেম্বর, রাত ১টা ৪২ মিনিটে; ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, ‘৭৪তম মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক স্যাশ সিরিমনি, যেখানে উদ্দেশের সঙ্গে মিলন ঘটেছে সৌন্দর্যের এবং মুকুটের লড়াইয়ের ঘটেছে সূচনা’

‘ডে ফোর, মিস ইউনিভার্স সঙ্গীদের সঙ্গে একটি মনোরম সকাল’– ইংরেজিতে এমন ক্যাপশন সম্বলিত, মিথিলার বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ফেসবুক পেজে, ৫ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে

৫ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে, মিস ইউনিভার্স মঞ্চে মিথিলার আনুষ্ঠানিক পরিচয়জ্ঞাপন মুহূর্তের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ফেসবুক পেজে; ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়, ‘কী বিস্ময়কর রকমের আত্মবিশ্বাস তার: তিনি হলেন মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার স্বাগত অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা’
- ক্যানভাস অনলাইন
ছবি: মিস ইউনিভার্স বাংলাদেশ-এর সৌজন্যে

