বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। আর তাই বর্ণমালার নকশায় নিজেদের নতুন সংগ্রহ সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ। ভাষার মাসের বিশেষ রঙ হিসেবে সাদা আর কালোকে প্রাধান্য দেয়া হয়েছে। সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে যোগ করা হয়েছে ছাই রঙ আর অফ হোয়াইট। এবারের সংগ্রহে থাকছে পুরুষ আর মেয়েদের ট্র্যাডিশনাল ও পশ্চিমা ধাঁচের পোশাক। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারিতে পোশাকের জমিন অলংকরণ করা হয়েছে। মেয়েদের কালেকশনে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, টপস, সিঙ্গেল ওড়না, ব্লাউজ। মেয়েদের পাশাপাশি ছেলেদের কালেকশনে থাকছে পাঞ্জাবি, পায়জামা, ফুলহাতা ও হাফহাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, উত্তরীয়। রঙ বাংলাদেশের একুশে সংগ্রহে ছোটদের জন্য থাকছে নানা আয়োজন। এই সংগ্রহে রয়েছে ফ্রক, লং-স্কার্ট, টপস, পাঞ্জাবি, ধুতি, ফুলহাতা ও হাফহাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট।
একুশে সংগ্রহ পাওয়া যাবে রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেটে। আর ঘরে বসে পেতে চাইলেও রয়েছে সে ব্যবস্থা। রঙ বাংলাদেশ-এর ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। আর ক্যাশ অন ডেলিভারির সুযোগ তো রয়েছেই।