ফেব্রুয়ারি। ভাষা-বসন্ত-ভালোবাসার মাস। বইমেলারও মাস। এ মাসে দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘রঙ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ ঘটল সৃজনশীলতার অন্য এক শাখায়। শামিল হলো প্রকাশনাশিল্পে। এই উদ্যোগের সূচনা হয়েছে চিত্রশিল্পী ও ডিজাইনার শিমু রায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঘুঘুর ডানার মত রোদ’ প্রকাশনার মাধ্যমে।
১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার সন্ধ্যা ৬টায় এলিফ্যান্ট রোডের দীপনপুরে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক হাবিবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ভাষাবিদ সুবল কুমার বণিক, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, চিত্রশিল্পী বীরেন সোম, ইউএন ওম্যানের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পলাশ দাশ, মো. কামরুজ্জামান খন্দকার (চন্দ্রাবতী একাডেমী)। এ ছাড়া প্রকাশনা প্রতিষ্ঠান ও রঙ বাংলাদেশ-এর কর্ণধার সৌমিক দাশ এবং কাব্যগ্রন্থটির লেখিকা চিত্রশিল্পী ও ডিজাইনার শিমু রায়। আরও উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা।
কাব্যগ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলার চন্দ্রাবতী একাডেমী স্টল (৩৩৬, ৩৩৭, ৩৩৮) এবং রঙ বাংলাদেশ-এর সব শোরুমে পাওয়া যাবে।