একুশে ফেব্রুয়ারি আজ শুধু বাঙালির শোক দিবস নয়, একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। বাঙালি আজ একুশ পালন করে গর্ব ও ভাষার প্রতি ভালোবাসা নিয়ে। কবি অনিল সরকারের লেখা একুশে ফেব্রুয়ারি কবিতার চরণ ‘একুশ বাঁচে অবিরত’ এই পঙ্ক্তি উপজীব্য করে দেশীয় ফ্যাশন হাউস সাদাকালো তাদের একুশের পোশাকের কালেকশন সাজিয়েছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। কবিতার চরণের সঙ্গে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট এবং এমব্রয়ডারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সাদাকালোর সব শোরুমে চলছে একুশের পোশাক প্রদর্শনী।
Related Projects
মিস ইন্টারন্যাশনাল: বাংলাদেশ প্রতিনিধি এফার পাশে শোকুবুতসু
- October 6, 2024
চলতি বছরের ১২ নভেম্বর টোকিও ডোম সিটি হলে অনুষ্ঠিত হবে মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর মূল পর্ব। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এই আসরে তারা উদযাপন করবেন সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈশ্বিক সম্প্রীতির অনন্যতা