রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসব ‘সিতা রাসা মালয়েশিয়া’। ১৭ এপ্রিল শুরু হয়ে চলবে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার হাই কমিশন ও ট্যুরিজম মালয়েশিয়ার সহযোগিতায় এই দশ দিনব্যাপী খাদ্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। উৎসবে অতিথিদের জন্য মালয়েশিয়া থেকে আগত খ্যাতনামা শেফ শাহ রিজাল উপস্থাপন করছেন নানা সুস্বাদু মালয়েশিয়ান খাবার, যার মধ্যে রয়েছে নাসি লেমাক, সাতায়, লাকসা, রেনডাং প্রভৃতি।

উৎসবে অতিথিদের জন্য রেনেসাঁ হোটেল নির্দিষ্ট ব্যাংক পার্টনারদের কার্ডে দিচ্ছে ‘বাই ওয়ান গেট টু’ ডিনার অফার।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ম্যারিয়ট বনভয়-এর একটি অন্যতম প্রিমিয়াম লাইফস্টাইল হোটেল হিসেবে, সব সময়ই আন্তর্জাতিক সংস্কৃতি ও রন্ধনশৈলী উদযাপনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে, যেখানে ভোজন ও আতিথেয়তার মাধ্যমে প্রতিটি আয়োজন হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা।

রিজার্ভেশন ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন +৮৮০ ১৭০৪ ১১২৬৪৮ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে

