বলা হয়ে থাকে, টিকটক হলো অগুনতি বিউটি টিপস ও হ্যাকসের একটি ডাম্পিং গ্রাউন্ড। এই ই-সোসাইটিতে সরাসরি ফুড ডাইয়ের মাধ্যমে ঠোঁট রাঙিয়ে পোস্ট দিচ্ছেন অনেক ইনফ্লুয়েন্সার। টিকটকে বয়ে যাচ্ছে এর জোয়ার
কিন্তু এটি নিয়ে মাথাচাড়া দিয়েছে নানান প্রশ্ন, তা নিরাপত্তা প্রসঙ্গে। টিকটকাররা অবশ্য ফুড কালারিং ব্যবহার নিয়ে গোঁ ধরে আছেন। তারা এর পক্ষে দিচ্ছেন বয়ান।
‘এটি আক্ষরিক অর্থেই নরমাল লিপ স্টেইনের অনুভূতি এনে দেয়। আমি কিন্তু একদমই ইয়ার্কি করছি না,’ বলেছেন ফুড ডাই দিয়ে ঠোঁট রাঙানো জনপ্রিয় টিকটক ক্রিয়েটর ক্রিস্টি বেল; যার রয়েছে ১ দশমিক ১ মিলিয়নেরও বেশি ভিউয়ার।
অবশ্য, যুক্তিও আছে। ফুড কালারিং খাওয়া নিরাপদ। কিন্তু তার মানে এই নয়, এটা ত্বকের জন্যও ভালো হবে। তাই লিপস্টিকের বদলে এর ব্যবহার প্রসঙ্গে সতর্ক থাকার বার্তাই দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট