ফরাসি লাক্সারিয়াস ফ্যাশন হাউস ও কোম্পানি লুই ভিতোঁ প্রখ্যাত জাপানি শিল্পী তাকাশি মুরাকামির সঙ্গে জোট বেঁধে বিশেষ এক কালেকশন বাজারে এনেছিল দুই দশক আগে। এর রেশ এখনো ফ্যাশনিস্তাদের স্মৃতিবিভোর করে তোলে। সুখবর হলো, সেই সংগ্রহ রি-লঞ্চ করেছে ব্র্যান্ডটি।
হারপার’স বাজার সূত্রে জানা যায়, দুই ধাপে পুনঃপ্রকাশ ঘটতে যাওয়া এই কালেকশনের প্রথম কিস্তি ইতোমধ্যেই বাজারে মিলছে। নতুন বছরের প্রথম দিনেই; অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫। আর এবারের প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন হলিউড তারকা জেন্ডায়া।
দ্বিতীয় ও শেষ কিস্তি আসবে মার্চ নাগাদ।
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট