বছর শেষ হচ্ছে আজ। আর বাকি কয়েকটি ঘন্টা মাত্র। সবাই মিলে আনন্দ আয়োজনের বাইরেও রাখা যেতে পারে কিছু পরিকল্পনা। যেখানে নিজের সাথে নিজের একান্ত সময় কাটবে। হিসাব নিকাশ মিলানো, চলে যাওয়া দিন ছুঁয়ে দেখার পাশাপাশি নতুনের আগমনের গান সবই থাকবে এ সময় জুড়ে। এছাড়াও কিছু বিষয় রাখতে পারেন তালিকায়।
লক্ষ্য নির্ধারণ
নতুন বছর, নতুন আমি-এই স্লোগানকে ধারন করে অনেকেই নতুন কোন লক্ষ্য নির্ধারণ করে থাকেন। তার মধ্যে থাকতে পারে উচ্চশিক্ষা গ্রহণ, চাকরি পরিবর্তন, প্রোমোশন, ওজন কমানো, জিম জয়েন করা কিংবা ট্যুর। আপনিও তেমন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলে আজকের সন্ধ্যেটা হতে পারে উপযুক্ত।
কৃতজ্ঞতা প্রকাশ
পুরো বছরে যাদের কাছ থেকে পেয়েছেন সম্মান, ভালোবাসা, আদর, যত্ন তাদের প্রতি জানাতে পারেন কৃতজ্ঞতা। অনেক বড় আয়োজন আবশ্যক না মোটেই । একটি ছোট টেক্সট কিংবা কয়েক মিনিটের কলে সেরে নিতে পারেন।
সুস্ততা সুন্দর
নিজের স্বাস্থ্যের বিস্তারিত খবর নিতে পারেন। একজন জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ নিতে পারেন। নতুন বছর শুরু করতে পারেন নতুন উদ্যমে।
যত্নে থাকুন
নিজের প্রতি যত্নের বিষয়ে মনোযোগী হতে পারেন। বাহ্যিক এবং আত্মিক, দুই ক্ষেত্রেই যত্ন জরুরী। তাই এ বিষয়ে রাখতে পারেন পরিকল্পনা।
অনলাইন/সারাহ্