বাংলাদেশি অভিনেতা ও নাট্য পরিচালক জাহিদ হাসান। নব্বই দশক থেকে পর্দায় কাজ করছেন। ছোটপর্দা ছাড়াও বড় পর্দায়ও সমান পারদর্শী এ অভিনেতা। আজ তার জন্মদিন। টিম ক্যানভাস তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
সিরাজগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন জাহিদ হাসান। সেখানে তরুণ সম্প্রদায় নাট্যদলের সঙ্গে যুক্ত হন। সে সময় সাত পুরুষের ঋণ নামের মঞ্চনাটকে অভিনয় করেছিলেন। পরবর্তীতে নাটকটি বিটিভিতে প্রচার হয়েছিল। বড় পর্দায় তার অভিষেক ঘটে ১৯৮৬ সালে।
অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করেন জাহিদ হাসান। তার পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে ‘লাল নীল বেগুনী’।
অভিনয় শিল্পে অসামান্য অবদান রাখার জন্য বেশ কিছু পুরষ্কার লাভ করেন জাহিদ হাসান। ১৯৯৯ সালে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।