তিনি আক্ষরিক অর্থেই বারবি গার্ল! তার সংগ্রহে রয়েছে শতাধিক বারবি ডল। পা থেকে মাথা পর্যন্ত তার সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গই গোলাপি রঙা। এমনকি বেডরুম ও গাড়ির রংও গোলাপি। তিনি কেটি লাভডে। অষ্টাদশী ব্রিটিশ মডেল।
সাউথ ওয়েস্ট নিউজ সার্ভিসকে লাভডে জানান, খুব ছোটবেলা থেকেই তার বারবি প্রেম। ‘মা আমার এই আচ্ছন্নতা খেয়াল করেছিলেন। তাই আমাকে সব সময় পিঙ্ক ক্লোদ কিনে দিতেন। তিনিও ভালোবাসেন এ রং।’
লাভডে আরও জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে রুচি বদলের একটু চেষ্টা করে দেখেছিলেন। পরতে শুরু করেছিলেন সাদা টি-শার্টস, সাদা জুতো ও স্কিনি জিনস। কিন্তু ওইসব আউটফিট খুব বেশি দিন তার মনে ধরেনি। পিঙ্ক কালারকে মিস করছিলেন খুব। বললেন, ‘ওইসব পোশাকে কেন যেন খুবই নিরাপত্তাহীনতা অনুভব করতাম।’
‘স্কুলের পাঠ শেষ করার এবং আরও বেশি স্বাধীন ব্যক্তি হয়ে ওঠার পর অনুভব করলাম, পিঙ্ক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে আমাকে আসলে মানায় না,’ যোগ করেন লাভডে।
২০২০ সালে করোনাভাইরাস প্যানডেমিকের চরম দশায় পৃথিবীর বিভিন্ন দেশের প্রচুর মানুষ লকডাউনের মুখোমুখি হয়ে বাড়িতেই দিনযাপন করেছে। এমন সময়ে নিজেকে আরেকটু ‘প্রকাশ’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন লাভডে। আবারও ফিরেছিলেন শুধুই পিঙ্কের কাছে।
এখন তার ওয়্যারড্রোবে গোলাপি ছাড়া অন্য কোনো রঙের ড্রেসই নেই! জানালেন, মেকআপেও যুৎসই মাত্রায় পিঙ্ক যোগ করেন তিনি। আর তাতে নিজেকে কাল্পনিক নয়, সত্যিকারের দুনিয়ার সত্যিকারের বারবি গার্ল বলে অনুভব করতে তার দারুণ লাগে!
- ক্যানভাস অনলাইন