অনলাইন ডেস্ক
‘তাপমাত্রা বাড়ছে’ এবারের গ্রীষ্মে চেনা শিরোনাম এটি। তাপানুকুল কক্ষের বাইরে ওষ্ঠাগত প্রাণ। এমন সময়ে ফর্মালের পাশাপাশি ডেইলি ক্যাজুয়াল নিয়েও ভাবতে হচ্ছে। ঘরের বাইরে নিত্যদিন ফুটস্টেপ যেসব পুরুষের তারা ফ্যাশন আর আরামের সন্ধিতেই খুঁজে পান স্বস্তি। এই দুয়ের কথা চিন্তা করে বেছে নেয়া যেতে পারে পোলো শার্ট অথবা টি-শার্ট। দিনভর ব্যস্ততায় স্বাচ্ছন্দ্যে থাকার পাশাপাশি পলো শার্ট অথবা টি-শার্ট স্মার্ট ক্যাজুয়াল আর সেমিফরমাল লুক তৈরিতে বেছে নেয়া যেতে পারে।
আবার, করোনাকালের পরবর্তীতে কিছু প্রতিষ্ঠান অফিস আওয়ারে কর্মীদের পোশাক নিয়ে বেশ খানিকটা শিথিল হয়েছে। ড্রেস কোডের বাধ্যবাধকতা সেভাবে আবশ্যক নয়। এমন সুযোগ আপনার কর্মক্ষেত্রে থাকলে অনায়াসেই বেছে নেয়া যেতে পারে পোলো অথবা টি। তবে এক্ষেত্রে কালার নির্বাচনে একটু সাবধানী হতে হয়। লাইট গ্রে, হোয়াইট, লাইট অ্যাশ, অফ-হোয়াইট, স্কাই, লাইট গ্রীন, ফিরোজার মতো লাইট শেড গুলি বেছে নিতে পারেন।
অফিস ছাড়াও ক্যাজুয়াল আর সেমিফরমাল লুকে পার্টি, ডে আউট বা বন্ধুদের সাথে আড্ডায় পরা যেতে পারে পোলো শার্ট। ডেনিম জিন্স, ফরমাল প্যান্ট কিংবা চিনোসের সাথে মিলিয়ে পরার ক্ষেত্রেও পোলো শার্ট থাকতে পারে ফ্যাশন রুটিনে।
দেশের বাজারে পাওয়া যাচ্ছে এধরনের স্মার্ট ক্যাজুয়াল ড্রেস। ফ্যাশন লেবেল কে ক্র্যাফটের সামার কালেকশনে টি-শার্ট দেখা যাচ্ছে। নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা সংগ্রহে রাখার মতো।
প্রিমিয়াম কটন ফ্যাব্রিকে তৈরি নেভী, স্কাই, অফহোয়াইট, গ্রে, হোয়াইট, বটল গ্রিন, রেড, গ্রিন, মেরুন, ইয়েলো, ফিরোজা, পেস্ট, অ্যাশ, মেজেন্টা, অ্যাশ, ব্ল্যাক কালার ছাড়াও হালকা লাইট কালার থেকে সহজেই বেছে নিতে পারেন আপনার পছন্দের আরামের পোলো অথবা টি-শার্ট। ব্যস্ততার শহরে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।