সিটি ব্যাংকের বিশেষ উদ্যোগ সিটি আলো কাজ করে নারীর আর্থিক ক্ষ্মতায়ন ও উন্নয়নের উদ্দেশ্যে। তারই ধারাবাহিকতায় সিটি আলো আয়োজন করেছে একটি ইভেন্ট। সহযোগিতায় সিটি ব্যাংক। ধানমন্ডির মাইডাস সেন্টারে ২১ ও ২২ মে অনুষ্ঠিত হচ্ছে এটি। নাম ‘আলোর মেলা’। যেখানে ৪০টিরও বেশি ব্র্যান্ড একই ছাদের নিচে তাদের পণ্যের পসরা সাজিয়েছে। পাওয়া যাচ্ছে পোশাক, হস্তশিল্প পণ্য, অলংকার, বিউটি কেয়ার পণ্যসহ নানা কিছু। সুস্বাদু খাবারের স্টলও আছে সেখানে। মেলায় আগত অতিথিদের জন্যে প্রাণবন্ত লাইভ মিউজিক্যাল পারফরম্যান্স, স্ট্যান্ড আপ কমেডি, আর জনপ্রিয় সেলিব্রেটিদের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে।

আয়োজনটি সকলের জন্যে উন্মুক্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উপভোগ করা যাবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

