skip to Main Content
আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু

নির্ভরযোগ্য স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন ‘সিটি ১০০’। ১১ হাজার ৯৯০ টাকা মূল্যে বাজারে আসা এই স্মার্টফোন নতুন প্রজন্মের জন্য তৈরি। অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স– সব মিলিয়ে ডিভাইসটি তরুণদের জন্য দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘সুপার ফান, সুপার স্ট্রং’ স্লোগান ধারণ করে আসা সিটি ১০০ কেবল একটি ডিভাইস নয়; তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্টও। ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোন, যার স্লিম ও স্লিক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩% রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।

আইটেল সিটি ১০০ ফোনটি রাফ ইউজারদের কথা মাথায় রেখে তৈরি। এটি আইপি৬৪ রেটেড ধুলো ও পানি প্রতিরোধী। ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে ২৫,০০০ মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি। তা ছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার এবং ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে।

৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে সিটি ১০০-এ, যা নিশ্চিত করে দিনভর ব্যবহার ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।

এই ডিভাইসের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এটি আইটেলের প্রথম স্মার্টফোন, যেখানে রয়েছে ডিপসিক-আর১ এআই মডেল। এই প্রযুক্তি ব্যবহারকারীদের দিচ্ছে টেক্সট থেকে ওয়ালপেপার তৈরি, পছন্দের ছবিকে স্টাইলাইজ, ইনস্ট্যান্ট অনুবাদ, ইমেজ-টু-টেক্সট, এআই ভয়েস স্ন্যাপ, এআই লেখালেখি, কল নয়েজ রিডাকশন এবং এক ক্লিকে অনলাইন খোঁজসহ নানা স্মার্ট ফিচার।

তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা উপভোগ করতে পারবেন। প্রযুক্তি কেবল ব্যবহারযোগ্য উপকরণ নয়; তাদের জীবনযাত্রার অপরিহার্য অংশে পরিণত হচ্ছে। আইটেল স্মার্টফোন স্মার্ট লাইফস্টাইলকে সহজ, সাশ্রয়ী এবং সবার জন্য গ্রহণযোগ্য করে তুলেছে।

সিটি ১০০ এমন একটি ডিভাইস, যা তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে, নিজেদের স্বতন্ত্রভাবে প্রকাশ করতে এবং প্রযুক্তিকে দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আইটেল-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top