বাংলাদেশি গিটারিস্ট মাইকেল গোমেজ। খুব ছোটবেলা থেকেই এই বাদ্যযন্ত্রের সঙ্গে তার সখ্যতা। বেজ গিটারের প্রতি ধীরে ধীরে তার আগ্রহ বেড়ে ওঠে। প্রায় দুদশক ধরে তা বাজাচ্ছেন তিনি। গিটার শেখার জন্য নিজেকে উজার করে দিয়েছেন এ শিল্পী। যার কাছ থেকে যেটুকুই শিখতে পেরেছেন, লুফে নিয়েছেন। তার এই অধ্যবসায় তাকে তার শিল্পে বৈচিত্র্য এনে দিয়েছে।
‘শূন্য’ ব্যান্ডের সঙ্গে তিনি যুক্ত। তিনি একাধারে এ দলের গীতিকার, কম্পোজার এবং কো প্রোডিউসার। দলের সঙ্গে বাংলাদেশে তিনি পারফর্ম কম করলেও, বিদেশে সফরে দলের সঙ্গী হন।
সম্প্রতি তিনি ইয়ামাহার বিবি সিরিসের একটি বেজ গিটার বাজাচ্ছেন। সেটির সঙ্গে তিনি একটি সেন্সঅ্যাম্প এবং প্রোগ্রামেবল বেজ ড্রাইভার ডিআই এবং ডিআর স্ট্রিং ব্যবহার করেছেন।