ঘোষণা করা হয়েছে ‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার ২০২০’। ৬ ডিসেম্বর প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিনে এই ঘোষণা দেওয়া হয়। এবারের আসরে ওয়াহিদ রাজের ‘বায়োস্কোপ’ সিনেমাটি সেরা নির্বাচিত হয়েছে। প্রথম রানার আপ হয়েছে কেএম কনক; তার ‘লটারি’ সিনেমার জন্য। ‘নিয়েন্তে এন রিয়েলতা’ ছবির জন্য দ্বিতীয় রানার-আপ হয়েছেন রাদ আহমেদ ফুয়াদ।
সেদিন রাত সোয়া ৯টায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন প্রয়াত নির্মাতার স্ত্রী ক্যাথরিন মাসুদ। আসরের আয়োজক ছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
বায়োস্কোপের স্ক্রিপ্ট ও ডিরেকশন করেছেন ওয়াহিদ রাজ। আর্ট ডিরেকশনে জাকিয়া সুলতানা এবং কনসেপ্ট ও স্টোরিবোর্ডে উদয় কল্লোল। সেরা নির্বাচিত হওয়ায় ওয়াহিদ রাজ বলেন, ‘এটা আমাদের তিনজনের একটি কাজ। শখ থেকেই তৈরি করা। এই সাকসেসে আমরা হ্যাপি। আমাদের ভবিষ্যতের কাজের অনুপ্রেরণা হবে এটি।’
করোনাভাইরাসের কারণে এবার আসর অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। ক্যাথরিন মাসুদ বলেন, ‘এবার করোনার কারণে আমরা অনলাইনের মাধ্যমে পুরস্কারটি ঘোষণা করছি। আশা করি, পরের বছর এমন সময় থাকবে না। আবারও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে নাম ঘোষণা করতে পারব।’
অনলাইন আসরে ছিলেন নির্মাতা প্রসূন রহমান, খুশি কবীর ও বেলায়েত মামুন। প্রতিযোগিতার বিচারক হিসেবে সঙ্গে ছিলেন মোরশেদুল ইসলাম।
চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা পড়েছিল মোট ৫৭টি। সেখান থেকে ১০ নির্মাতাকে বাছাই করে সেরার পুরস্কার দেওয়া হয়েছে ৩ জনকে।