রাজধানীর পাঁচ তারকা হোটেল ডরীন হোটেলস এন্ড রিসোর্টসে চলছে ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই ব্র্যাক ব্যাংক’- ফুড ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি শুরু হয়েছে ৩ জুন। চলবে ১২ জুন, ২০২১, সন্ধ্যা ৬.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত।
খাবার থাকছে ক্লাসিক স্টাফট বিফ রাওলাদে উইথ স্পিনাচ অ্যান্ড সান্ড্রাইড টমাটো/ক্লাসিক রিব আই, ক্লাসিক বাটার কর্ণ রাইস, তুস্কান বিফ লাজানিয়া, স্পাইসি ফ্লাঙ্ক স্টেইক, গ্রিল্ড টেন্ডারলইন, ব্রাজিলিয়ান পিকাইয়া, ক্লাসিক ল্যাম্ব শ্যাঙ্ক, ক্লাসিক কিং শ্রিম্প, লাইভ পাস্তা স্টেশন, বিফ সালাদ, সুশি স্টেশন , রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রুট টারট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুস সহ ৬০টি পদ। ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই ব্র্যাক ব্যাংক’এই বুফে ডিনার গ্রাহকরা উপভোগ করতে পারবে জন প্রতি ৬২০০ টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার কিছু নির্দিষ্ট ব্যাংক এর কার্ড হোল্ডারদের জন্য।
ফেস্টিভ্যাল শেষে গ্রাহকদের জন্য থাকছে র্যাফেল ড্র। যেটির প্রথম পুরস্কার ২ জনের জন্য হোটেল দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে ২ রাত যাপন, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ২ জনের জন্য হোটেল পেনিসুয়েলাতে ২ রাত এবং রয়াল টিউলিপ বীচ রিসোর্টে ১ রাত যাপনের সুযোগ। সঙ্গে থাকছে ইউ. এস. বাংলা এয়ারলাইন্স এবং গো-যায়ান এর পক্ষ থেকে উপরোক্ত গন্তব্বের জন্য ফ্রি রিটার্ন টিকিট।
ফেস্টিভ্যালটিতে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি স্টার, টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল ২৪, ডিজিটাল মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন, রেডিও পার্টনার স্পাইস এফ এম ৯৬.৪ এবং বেভারেজ পার্টনার পেপসি।
সরকারি সকল নির্দেশনা মেনে ব্যুফে ডিনারটির আয়োজন করেছে ডরীন হোটেল। ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রীম বুকিং দিতে হয়। বুকিং দিতে কল করা যেতে পারে +৮৮০১৯৬৬৬৬২১৫২ এই নম্বরে।