গানের অ্যালবাম যৌথভাবে কাজ করলেন আরাফাত মহসিন ও রাবা খান। অ্যালবামের নাম ‘মুহূর্ত’। ইতোমধ্যে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এ অ্যালবামের দুটি গান- ‘যাও জানি না’ ও ‘দমকা হাওয়া’। ১৫ থেকে ২০ দিন পর পর আরও কিছু গান রিলিজ হওয়ার কথা রয়েছে। অ্যালবামে গান থাকবে মোট ৭টি। সবগুলোর কথা ও সুর করেছেন আরাফাত ও রাবা যৌথভাবেই।
শিল্পীদ্বয়ের কাছ থেকে জানা গেল আরও বিস্তারিত। আরাফাত মহসিন বললেন, ‘গত বছর থেকে এই অ্যালবামের প্ল্যানিং। সেটা হয়ে ওঠেনি। এই লকডাউনের মধ্যে এটি করা শুরু করেছি আমরা। লিরিক ভিডিও। মিউজিক ভিডিও নয়। মিউজিক ভিডিওর ব্যাপারে হয়তো অ্যালবাম বের হওয়ার পরে চিন্তা করা হবে।’
যৌথ কাজের বিষয়ে তিনি বলেন, ‘রাবা আর আমার পরিকল্পনা ছিল যে সামহাউ আমরা কাজ করব। তার সঙ্গে অনেক আগে কাজ করা কথা ছিল যেটি করা হয়ে ওঠেনি। রাবা যেহেতু ভালো গান গেয়ে থাকেন, আমার সঙ্গে কাজ করার আগ্রহ ছিল তার। কিন্তু আমাদের টাইমিং মিলছিল না। কারণ উভয়েই ব্যস্ত ছিলাম। লকডাউনে ব্যস্ততা ছিল না। বেশির ভাগ সময় বাসাতেই থেকেছি। তখন আমরা সময়টা ব্যবহার করেছি এই অ্যালবাম তৈরিতে।’
রাবার সঙ্গে কাজ করার স্বাচ্ছন্দ্যের বিষয়ে তিনি আরও বলেছেন, ‘এর অ্যালবামের লিরিক ও সুর আমাদের দুজনেরই করা। পুরোটাই দুজনে মিলে করেছি। কাজ করে ভালো না লাগলে তো এটা সম্ভব ছিল না।’
একই রকম মন্তব্য করেছেন রাবা খান। বলেছেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে গান করতে চাচ্ছিলাম। করা হয়ে উঠছিল না। এবারই প্রথম আমি গান লিখলাম। প্রথমবার গানের সুর করা। আরাফাতের সঙ্গে কাজ করতে একদমই কোনো সমস্যা হয়নি। আমরা একজেক্টলি যা চেয়েছি, সেটাই হয়েছে।’
নিয়মিত গান লিখবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে রাবা বলেন, ‘দেখি। কাজটা করে আমার খুব ভালো লেগেছে। যদিও গানের পুরোটা আমি একা লিখিনি। একজন কোলাবোরেটর ছিলেন। একাও যদি কখনো গান লিখতে যাই, তাহলে যিনি গানটা গাইবেন, কিংবা যিনি তৈরি করবেন, তার সঙ্গেও কোলাবোরেট করাটা খুবই জরুরি। যদি সেরকম হয় তাহলে অবশ্যই ভবিষ্যতে গান লিখব।’
অ্যালবামের কাজ শেষে মিউজিক ভিডিও করার কথা চিন্তা করবেন বলে জানিয়েছেন আরাফাত। মিউজিক ভিডিওর বিষয়ে রাবা বললেন, ‘এখনও আমরা কেবল গানটার ওপর ফোকাস করছি। কেননা, একটা মিউজিক ভিডিও হলে যা হয় যে গানের ওপর থেকে অ্যাটেনশনটা অন্য দিকে চলে যায় একটু। ভিডিওটা যদি ভালো না হয় তখন গানের মূল্যটা কমে যায়।’
‘যাও জানি না’ গানটি শোনা যাবে এই লিঙ্কে: https://www.youtube.com/watch?v=FZqdl1A1FGY
এ ছাড়াও ‘দমকা হাওয়া’ গানটি শোনা যাবে এই লিঙ্কে: https://www.youtube.com/watch?v=wJfTwpk6m9E