সামার কালেকশন নিয়ে জমকালো ফ্যাশন শোর আয়োজন করে দেশীয় ফ্যাশন হাউজ ইউডো ডিজাইন সোর্স। অনুষ্ঠিত হয় ১৩ এপ্রিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে। এতে ৩টি সেগমেন্টে ১১টি কিউর মাধ্যমে সামার কালেকশনগুলো প্রদর্শন করা হয়। কোরিওগ্রাফ করেন ফয়সাল তুষার। অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। ইউডো ডিজাইন সোর্সের সিইও ও ডিজাইনার এমডি পলাশ জানান, সামারে ট্র্যাডিশনাল ও পাশ্চাত্য ধাঁচের পোশাক আনা হয়েছে। সুতি, জর্জেট ও সিল্কের কাপড়ে মোটিফ হিসেবে প্রকৃতি ও ফুল প্রাধান্য পেয়েছে। ইউডো ডিজাইন সোর্সের শোরুম রয়েছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর, সাভার, জয়পাড়া, খুলনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে।
Related Projects
রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত তাহসান
- November 26, 2024
মেগাস্টার শাকিব খানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনেতা
মেট গালা রেড কার্পেট
- May 7, 2024
এবারের থিম ‘স্লিপিং বিউটিস: রিঅ্যাওয়াকিং ফ্যাশন’। ড্রেস-কোড-- ‘দ্য গার্ডেন অব টাইম’

