ফাউন্ডেশন, লিপস্টিক কিংবা আইমেকআপ- পারফেক্ট শেড বাছাইয়ে টেস্টারকে টক্কর দিতে পারবে না কিছুই। কিন্তু সাম্প্রতিক সময়ের একটি ঘটনায় সবার টনক নড়েছে টেস্টার সম্পর্কে। মেগা মেকআপ রিটেইলার কোম্পানি সেফোরার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন একজন ক্রেতা। কারণ, তাদের রিটেইল শপে রাখা টেস্টার ব্যবহারে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ছুটতে হয়েছে চিকিৎসক পর্যন্ত। এরপর পরই ডার্মাটলজিস্টরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন টেস্টারের। আর ফলাফল ভয়াবহ। সাম্প্রতিক সমীক্ষা বলছে, একটি গড়পড়তা বিউটি টেস্টারে টয়লেট সিটের চেয়েও দু শ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। এমনকি আইলাইনার আর মাসকারার মতো আইমেকআপের টেস্টার তো পোষা প্রাণীর খেলনা থেকেও বেশি জীবাণুযুক্ত। তাই সচেতন হোন এখনই। চেষ্টা করুন বেশি ব্যবহৃত টেস্টার এড়িয়ে যেতে। বরং মেকআপের স্যাম্পল ট্রাই করা যেতে পারে। আর এখন ভার্চ্যুয়াল কালার ম্যাচিং অ্যাপ তো থাকছেই। শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেবে এগুলো।
Related Projects