এই গরমে যারা বিয়ে করছেন, তাদের সুবিধার্থে স্টাইলসেল আয়োজন করছে সামার ব্রাইডাল ফেস্টিভ্যাল। যাতে থাকছে এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা, লং গাউন, শারারাসহ ব্রাইডাল শু, গয়নাসহ হরেক রকম অ্যাকসেসরিজ। ডিজাইনার ব্রাইডাল কালেকশনের পাশাপাশি ফেস্টিভ্যালে মিলবে তাদের সিগনেচার কালেকশনের একটি বিশাল রেঞ্জ। আগামীকাল ৪ মে স্টাইলসেলের গুলশান ১-এর সাউথ অ্যাভিনিউ শোরুমে বসছে এই ব্রাইডাল ফেস্টিভ্যাল। সকাল ১০টা থেকে রাত ৯টা।
Related Projects
স্যামসাং-এর নতুন চমক
- January 21, 2024
গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা-এর দাম যথাক্রমে ৭৯৯, ৯৯৯ এবং ১,২৯৯ ডলার। বাংলাদেশে শিগগিরই প্রি-অর্ডার শুরু হতে যাচ্ছে
মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ: বডি শেমিংয়ের বিরুদ্ধে সৌন্দর্য প্রতিযোগিতা
- June 16, 2022
রাজধানী ঢাকায় শুরু হয়ে দারুণ…