এবারই প্রথম নয়। সৌন্দর্যবিশ্বে এর আগেও সরব দেখা গেছে লেডি গাগাকে। ২০১২ তে প্রথম পারফিউম লঞ্চ করেন তিনি। ম্যাকের সঙ্গে কোলাবরেশনেও গেছেন দুবার। তবে এবার তার পরিকল্পনা, একদম নিজস্ব বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। সম্প্রতি তার কোম্পানি ‘এট মাই হার্ট ইনক’ গেল ফেব্রুয়ারিতে একটি ট্রেডমার্ক ফাইল করেছে। ‘হস বিউটি’ নামে এই কোম্পানি কসমেটিকস থেকে পারফিউম, কোলন এমনকি স্কিনকেয়ার প্রডাক্টও বাজারে আনার পরিকল্পনা করছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Related Projects
ঈদে লা রিভের ‘ডিভোশন’
- May 13, 2025
'চলতি বছরের কালেকশনটি ডিজাইন করা হয়েছে আত্মসমর্পণের ইতিবাচক অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে'
কী আছে এসএমই মেলায়
- April 7, 2018
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ষষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮