পদ্মাবতী রূপে বিশ্বের সবচেয়ে লম্বা লেহেঙ্গায় হাজির হলেন অভিনেত্রী জয়া হাসান। গত সোমবার রাজধানীর গুলশানের প্রেম’স কালেকশনে ঈদ ফ্যাশনের উপস্থাপনায় এই পোশাকেই তিনি আবির্ভূত হন। আসন্ন ঈদ উপলক্ষে প্রেম’স কালেকশনের নিজস্ব শোরুমে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক ফ্যাশন শো। যেখানে প্রদর্শিত হয় ফ্যাশন হাউজটির ঈদ কালেকশন। ঘড়ির কাঁটায় নয়টা বাজতেই গানের তালে রাজকীয় পোশাকে রেম্প মাতিয়ে তোলেন দেশীয় মডেলরা। তবে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয় জয়া। লাল লেহেঙ্গায় এগিয়ে এলেও ফিরে যান পোশাকের সম্ভার নিয়ে। এটি লেহেঙ্গা শাড়ি। পুরো ৪০০ মিটার। এ সময় তাকে লেহেঙ্গা ধরতে সাহায্য করেছেন ২০ জন মডেল। প্রেম কালেকশনের এবারের মূল আকর্ষণ এই লেহেঙ্গা শাড়ি। শাড়িটি তৈরিতে পুরো তিন মাস লেগেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে কোনো রকম জোড়া দেওয়া হয়নি। মূলত গিনেস বুকে স্থান পাওয়ার জন্য শাড়িটি তৈরি করেছে প্রেম’স কালেকশন। আরও বলা হয়, এত লম্বা এবং জোড়া ছাড়া কোনো লেহেঙ্গা শাড়ি এর আগে তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়ির রেকর্ড গড়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিন্নধর্মী এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশন্সের চেয়ারম্যান প্রেম ভাম্বানিসহ অনেকে।
Related Projects
স্কিমসের নতুন প্রচারণায় ‘হট মম’ কার্ডি বি
- October 18, 2023
৩১ বছর বয়সী এই মার্কিন তারকাকে মডেল করে, ব্র্যান্ডটির কটন কালেকশনের রি-লঞ্চ উদ্যাপন করেছে কিম কার্দিশিয়ানের যৌথমালিকানাধীন ‘স্কিমস’
ঢাবি শিক্ষার্থীদের রিজেন্সির স্বীকৃতি
- October 6, 2024
শিক্ষার্থীদের থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল-- উভয় বিভাগেই প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ ঢাকা রিজেন্সি এবং রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট (আরএইচটিআই)-এর মাধ্যমে যৌথভাবে পরিচালিত হয়
অনার ২০০ এবং ২০০ প্রো প্রি-বুকিং অফার
- August 11, 2024
এআই পোর্ট্রেট মাস্টার ২০০ সিরিজের নতুন দুই ডিভাইসের প্রি-বুকিং চলবে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত
ট্রপিক্যাল হোমসের ৪৫ তলা স্কাইস্ক্র্যাপার উন্মোচন
- February 13, 2025
দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি ট্রপিক্যাল হোমস তাদের গৌরবময় ৩০ বছরের যাত্রা উদযাপন করেছে

