পদ্মাবতী রূপে বিশ্বের সবচেয়ে লম্বা লেহেঙ্গায় হাজির হলেন অভিনেত্রী জয়া হাসান। গত সোমবার রাজধানীর গুলশানের প্রেম’স কালেকশনে ঈদ ফ্যাশনের উপস্থাপনায় এই পোশাকেই তিনি আবির্ভূত হন। আসন্ন ঈদ উপলক্ষে প্রেম’স কালেকশনের নিজস্ব শোরুমে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক ফ্যাশন শো। যেখানে প্রদর্শিত হয় ফ্যাশন হাউজটির ঈদ কালেকশন। ঘড়ির কাঁটায় নয়টা বাজতেই গানের তালে রাজকীয় পোশাকে রেম্প মাতিয়ে তোলেন দেশীয় মডেলরা। তবে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয় জয়া। লাল লেহেঙ্গায় এগিয়ে এলেও ফিরে যান পোশাকের সম্ভার নিয়ে। এটি লেহেঙ্গা শাড়ি। পুরো ৪০০ মিটার। এ সময় তাকে লেহেঙ্গা ধরতে সাহায্য করেছেন ২০ জন মডেল। প্রেম কালেকশনের এবারের মূল আকর্ষণ এই লেহেঙ্গা শাড়ি। শাড়িটি তৈরিতে পুরো তিন মাস লেগেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে কোনো রকম জোড়া দেওয়া হয়নি। মূলত গিনেস বুকে স্থান পাওয়ার জন্য শাড়িটি তৈরি করেছে প্রেম’স কালেকশন। আরও বলা হয়, এত লম্বা এবং জোড়া ছাড়া কোনো লেহেঙ্গা শাড়ি এর আগে তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়ির রেকর্ড গড়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিন্নধর্মী এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশন্সের চেয়ারম্যান প্রেম ভাম্বানিসহ অনেকে।
Related Projects
দারাজ-হাইসেন্স অংশীদারত্ব
- July 25, 2025
এই চুক্তির আওতায় দারাজমলে ‘হাইসেন্স, ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে
দ্য মসলিন প্লাটফর্মে ঢাকা কিচ
- January 15, 2024
' আমরা এর মাধ্যমে শহুরে জীবনের নানা অনুষঙ্গ বিশেষ করে মজার দিকগুলো তুলে ধরতে চাই। ফাংশনাল আর্টের ছোঁয়া দিতে চাই আমাদের সকল পণ্যে’
কে ক্র্যাফটে ফাগুন ও প্রেম
- February 8, 2024
বেছে নেওয়া হয়েছে ইয়েলো, লেমন ইয়েলো, নিওন লাইম, জাভা গ্রিন, রেড, কোরাল রেড, হট পিংক, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, মেরিগোল্ড, মেরুন, ম্যাজেন্টা, অফ-হোয়াইট, মাস্টার্ড ইয়েলো-সহ নানান রং
কেটি পেরির মহাকাশ ভ্রমণ
- April 15, 2025
ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার ওপর দিয়ে এই মহাকাশযাত্রীদের নিয়ে চক্কর দেয় ব্লু অরিজিন

