পদ্মাবতী রূপে বিশ্বের সবচেয়ে লম্বা লেহেঙ্গায় হাজির হলেন অভিনেত্রী জয়া হাসান। গত সোমবার রাজধানীর গুলশানের প্রেম’স কালেকশনে ঈদ ফ্যাশনের উপস্থাপনায় এই পোশাকেই তিনি আবির্ভূত হন। আসন্ন ঈদ উপলক্ষে প্রেম’স কালেকশনের নিজস্ব শোরুমে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক ফ্যাশন শো। যেখানে প্রদর্শিত হয় ফ্যাশন হাউজটির ঈদ কালেকশন। ঘড়ির কাঁটায় নয়টা বাজতেই গানের তালে রাজকীয় পোশাকে রেম্প মাতিয়ে তোলেন দেশীয় মডেলরা। তবে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয় জয়া। লাল লেহেঙ্গায় এগিয়ে এলেও ফিরে যান পোশাকের সম্ভার নিয়ে। এটি লেহেঙ্গা শাড়ি। পুরো ৪০০ মিটার। এ সময় তাকে লেহেঙ্গা ধরতে সাহায্য করেছেন ২০ জন মডেল। প্রেম কালেকশনের এবারের মূল আকর্ষণ এই লেহেঙ্গা শাড়ি। শাড়িটি তৈরিতে পুরো তিন মাস লেগেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে কোনো রকম জোড়া দেওয়া হয়নি। মূলত গিনেস বুকে স্থান পাওয়ার জন্য শাড়িটি তৈরি করেছে প্রেম’স কালেকশন। আরও বলা হয়, এত লম্বা এবং জোড়া ছাড়া কোনো লেহেঙ্গা শাড়ি এর আগে তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়ির রেকর্ড গড়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিন্নধর্মী এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশন্সের চেয়ারম্যান প্রেম ভাম্বানিসহ অনেকে।
Related Projects
নতুন ‘কারাতে কিড’ সঙ্গে নিয়ে দেশে নতুন ‘সুপারম্যান’
- July 9, 2025
১১ জুলাই ২০২৫ মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
ফ্যান্টাসি নেইল আর্ট ফ্যাশন শো
- January 13, 2025
নেইল আর্ট একাডেমি অব কলম্বোর আয়োজনে প্রতিষ্ঠানটির সৃজনশীলতার উপস্থাপনা ঘটে তাতে
এক বাটির দাম ২৫০ কোটি টাকা!
- May 25, 2018
একটি মাত্র বাটি। চীনা মাটির তৈরি। ব্যাস ছয় ইঞ্চিরও কম। বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়

