ঈদের আয়োজনে বাংলার মেলা সবার জন্য তৈরি করেছে বিভিন্ন ডিজাইনের পোশাক। সময়টা এখন গরমের। তাই প্রতিষ্ঠানটি রঙ ও মোটিফের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এবারের আয়োজনে কটন প্রাধান্য পেয়েছে বেশি। কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয়, সে দিকটিও লক্ষ রাখা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ ম্যাটেরিয়াল রাখা হয়েছে। এসব ট্রেন্ডি পাঞ্জাবি পাওয়া যাবে লং, মিডিয়াম ও শর্ট লেন্থে। ফতুয়া, শার্ট ও হাফ শার্টেও রাখা হয়েছে অনেক ভেরিয়েশন।
বাংলার মেলার প্রধান আকর্ষণ শাড়ি। সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি পাওয়া যাবে এ বছরের ঈদ কালেকশনে। সালোয়ার-কামিজে থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভেরিয়েশন। এন্ডি কটন, জয়শ্রী সিল্ক ও কটন কাপড়ে উজ্জ্বল রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সফট টোনের সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এম্ব্রয়ডারি, হাতের কাজের বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যবহার। শিশুদের জন্যও থাকছে বিশেষ কালেকশনের ভিন্ন আয়োজন। সারা দেশে প্রতিষ্ঠানটির ১১টি শাখা রয়েছে। প্রতিটি শাখা থেকেই পোশাকগুলো সংগ্রহ করা যাবে।