skip to Main Content
মিস ইউনিভার্সের মুকুটে ‘বর্ণবাদে’র কালিমা!

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) নিউ মেক্সিকোতে ডেনিশ রূপসী ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগের মাথায় ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট ওঠার সঙ্গে সঙ্গেই অনেকটা দুভাগে ভাগ হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। একদিকে বিজয়ীকে অভিবাদন জানানোর হিড়িক যেমন পড়েছে, তেমনি ডালপালা মেলেছে নিন্দাভাষ্যও। বিশেষত, প্রথম রানার-আপ নাইজেরিয়ার শিদিমা আদেৎশিনাকে এই আইকনিক মুকুটের সত্যিকারের যোগ্য বিবেচনা করছেন অনেকে।

মিস ইউনিভার্স ২০২৪: চূড়ান্ত ফল ঘোষণার মুহূর্তে মুকুটজয়ী ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ [ডানে] ও প্রথম রানার-আপ
শিদিমা আদেৎশিনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া

মিস ইউনিভার্সের ৭৩তম আসরের সর্বশেষ ফল ঘোষণার মুহূর্ত যখন উপস্থিত, সৌন্দর্য ও বুদ্ধিবৃত্তির হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা শেষে স্বর্ণকেশী শ্বেতাঙ্গিনী ভিক্টোরিয়া নাকি কৃষ্ণাঙ্গিনী আদেৎশিনা– কে হবেন ‘মিস ইউনিভার্স ২০২৪’, তা জানার জন্য সবাই যখন উদগ্রীব, তখনই বিজয়ী হিসেবে ডেনিশ রূপসীর নাম ঘোষণা অনেকে ভালোভাবে নিতে পারেননি। এই রেজাল্টের মধ্যে বর্ণবাদের ঘ্রাণ পেয়েছেন তারা।

মার্কিন গণমাধ্যম মিরর সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এ ফলাফলকে ‘অন্যায় ও বর্ণবাদী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন; এমনকি লিখেছেন, ‘আশা করছি, মুকুটটি অনুতাপে ভারী হয়ে যাবে!’

  • ক্যানভাস অনলাইন
    সূত্র ও ছবি: দ্য মিরর ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top