সময় এখন তারুণ্যের। আর দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের পথপরিক্রমা ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ এই ব্রত নিয়ে; তাই স্বাভাবিকভাবেই তারুণ্যের এই সময়কে রাঙিয়ে দিতে প্রচেষ্টা থাকে সব সময়ই।
সেই লক্ষ্যেই রঙ বাংলাদেশ কিশোরীদের জন্য বাজারে এনেছে ‘টিনটপস’ নামে কালারফুল, স্টাইলিশ ও কম্ফোর্টেবল এক কালেকশন। স্পান্ডেক্স বা লেকড়া, টুইল ও ডেনিম ফেব্রিক্সে তৈরি করা মাল্টিকালার এই পোশাক টিনএজ মেয়েদের পছন্দের তালিকায় দ্রুত জায়গা করে নেবে এ কথা বোধ হয় বলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তারুণ্য সব সময়েই গতিশীল। সেই গতি বাধাপ্রাপ্ত হতে পারে যদি পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়! রঙ বাংলাদেশের টিনটপস তারুণ্যের স্বাভাবিক গতিকে ব্যাহত না করে বরং আরও বেশি গতির আনন্দে টিনএজার মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরায় ভূমিকা রাখবে, আশা ব্র্যান্ড সংশ্লিষ্টদের। ডিজাইনের পাশাপাশি পোশাকের রঙ, সুতা এবং প্রস্তুত প্রক্রিয়ায় রঙ বাংলাদেশের পণ্যে যত্নের ছাপ সুস্পষ্ট।
টিনটপসসহ রঙ বাংলাদেশের সকল পোশাক পাওয়া যাবে ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটে। এ ছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে নিজস্ব ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপ রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে