১৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৫। অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। শেষ দিনের রানওয়েতে ঢং, তাসা, উড়ুক্কু বাংলাদেশ, ফ্রেন্ডশিপ-কালার অব চরস, গ্রীষ্ম বাই সৌহার্দ্য, ব্লিস ক্লদিং, তান, অরণ্য ও কুহু- ওয়্যারেবল আর্ট তাদের সাসটেইনেবল কালেকশন প্রদর্শনী করে। ৪টি স্লটে মোট ৯টি শো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়।
প্রথম স্লটে অংশ নেয় ঢং। এথনিক আমেজের নবাবিয়ানা দেখা গিয়েছে তাদের কালেকশনে। পপিং কালার প্যালেটের শর্ট প্যান্ট ও প্রিন্স কোটের ফিউশন স্টাইল স্যুট, লং কোট, প্রিন্স কোট, সুফি আমেজের আর ওমর খৈয়াম স্টাইল লং কোট ছিল এই কালেকশনে।
পরের শোতে তাসা প্রদর্শন করে তাদের সিগনেচার বোহো কালেকশন। শাড়ি, কাফতান, টপ্স, হাফপ্যান্ট, প্যান্ট, স্কার্ট, সি থ্রু শার্ট, চটের হুডেড গাউন, শার্ট ও প্যান্ট ছিল। সুতি, বেনারসি, ডেনিমের উপর কড়ি, ফ্রিল ও পমপম নজর কেড়েছে পোশাকগুলোতে।
রিসাইকেল ও আপসাইকেল কালেকশন নিয়ে দ্বিতীয় স্লটের প্রথম শোটি করে উড়ুক্কু বাংলাদেশ। কাফতান, শ্রাগ, হারেম প্যান্ট, স্লিটেড স্কার্ট, স্ট্রেপলেস টপ, জাম্পস্যুট, জ্যাকেট, ওয়াইড লেগ প্যান্টও প্লাস সাইজ ড্রেস ছিল এই কালেকশনে। ‘শ্রমিকে সম্মান দেশের সম্মান’, ‘আমাদের ভূমিকা নিয়ে ভাবি’,‘যাপন হোক পরিবেশবান্ধব’- শোতে এই বার্তাগুলো দেয় উড়ুক্কু। প্যাচ ও কাঁথাসেলাই দিয়ে নকশা করা তদের পোশাক।
দ্বিতীয় শোতে ছিল ফ্রেন্ডশিপ, যারা প্রাকৃতিক রঙ নিয়ে কাজ করে। শাড়ি, থ্রিপিস, কো-অর্ড সেট, কাফতান, শ্রাগ, মিনিড্রেস, শার্ট, ফতুয়া ও টপ ছিল এই কালেকশনে। সুতি, মসলিন, সিল্ক ও খাদি ফেব্রিকে তৈরি করা হয়েছে এই পোশাকগুলো।
তৃতীয় স্লটে ফিউশন ও নিরীক্ষাধর্মী ওয়েস্টার্ন কালেকশন নিয়ে অংশগ্রহণ করে গ্রীষ্ম বাই সৌহার্দ্য। কাট ও প্যাটার্নে ছিল বৈচিত্র্য। ধুতি, মিনি ড্রেস,, শার্ট, প্লিটেড বটম, টপ, মিনি স্কার্টে সাজানো এই সংগ্রহ। সাদা, কালো ও বেগুনি রঙ প্রাধান্য পেয়েছে তাদের কালেকশনে। ফারদিন বায়েজিদের ব্লিস ছিল সাসটেইনেবল কালেকশন নিয়ে পরের শোতে।
আর্কা ফ্যাশন উইক ২০২৫-এর মিডিয়া পার্টনার ছিল ক্যানভাস।
- ক্যানভাস অনলাইন
ছবি: আরএইচ আরাফ/ফেসবুক; কোলাজ: ক্যানভাস