শীতের এবার বিদায়ের পালা। চারদিক সাজবে নানা রঙে। ফুল-পাতা-মৌমাছি-পাখি– সব মিলে উৎসবের আবহ থাকবে দু’মাস জুড়ে।
ফাগুন বরণের উচ্ছ্বাসে খুব জমাটি চারপাশ। চলছে কেনাকাটার ধুম। প্রকৃতি প্রাণিত রং আর মোটিফের বিন্যাসের শাড়ির কদর এ সময়ে আকাশচুম্বী। ফুল, পাখি, পাতার চমৎকার সম্মিলন দেখা যায়।
দেশের বিভিন্ন স্থানে বসন্তকে ঘিরে থাকে নানা আয়োজন। একই সঙ্গে বিক্রেতারা জমিয়ে বসেন পসরা। ক্রেতারা ভিড় করে কেনাকাটা করেন। শীত সমাপ্তির এ সময়ে বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে শপিং সেরে নেওয়াও আনন্দেরই অংশ।
বাংলাদেশের বেশির ভাগ ফ্যাশন ব্র্যান্ড বসন্তকে ঘিরে বিশেষ কালেকশন নিয়ে আসে। ‘অন্দর’ তেমনই একটি। ডিজিটাল প্রিন্টের শাড়িতে ফুলের বিন্যাস সুন্দর করেছে প্রতিটি শাড়িকে। পাওয়া যাবে ২,২৫০ টাকায়।
- সারাহ্ দীনা/ ক্যানভাস অনলাইন
ছবি: অন্দর-এর সৌজন্যে