১৭ মে ২০২৫ থেকে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হয়েছে ‘টেক্স-মেক্স ব্রাঞ্চ ফিয়েস্তা’। প্রতি শনিবার। একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দেওয়ার প্রযোজ্য। হোটেলটির অ্যাটিটিউড রেস্টুরেন্ট এবং স্কাইলাইন সুইমিং পুলে। দিনব্যাপী এই উৎসবে অতিথিরা হিস্পানিক স্বাদের সঙ্গে ব্রাঞ্চের ঐতিহ্য উপভোগ করতে পারছেন।

মেনুতে রয়েছে ওয়াফলস, প্যানকেকস, এগ বেনেডিক্ট, চিকেন স্লাইডার্স, চিকেন ফ্লাউটাস, চিকেন কেসাডিলাস, টেক্স-মেক্স মেক্সিকান পিৎজা, বেকন অ্যান্ড চিজ হালাপেনো পপারস পিৎজা, চিকেন এনচিলাডাস, টেক্স-মেক্স উইংস উইথ কর্ন সালসা, স্টাফড পটেটো উইথ চিলি কন কার্নে ইত্যাদি। সঙ্গে রয়েছে হ্যান্ডক্র্যাফটেড চিজ প্ল্যাটার, ক্রোসান, পেস্ট্রি ও ডোনাটস।
অতিথিরা স্কাইলাইন পুলসাইড বার থেকে ফ্রি মকটেইলস উপভোগ করতে পারবেন, যেখানে লাইভ মিউজিক পরিবেশন করা হয়। সব অতিথি স্কাইলাইন পুলে বিনা মূল্যে প্রবেশ এবং পানির খেলাধুলা, ফ্লোটিং টয়স ও ওয়াটার গান উপভোগ করতে পারবেন। ১৮ তলায় একটি কিডস জোনও আছে, যেখানে শিশুদের জন্য সিনেমা, গাইডেড কুকিং সেশন, স্লাইড, রকিং হর্স, পেইন্টিং জোন ইত্যাদি থাকছে।

বিশেষ অফারে ৪,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে বাই-ওয়ান-গেট-ওয়ান অথবা ৫,৫০০ টাকায় বাই-ওয়ান-গেট-টু। রিজার্ভেশন ও বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৩২৪ ৭১৭০২৫- ২৬ নম্বরে।
- ফুয়াদ/ক্যানভাস অনলাইন
ছবি: হলিডে ইন ঢাকা সিটি সেন্টার-এর সৌজন্যে

