দেশীয় উদীয়মান ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ব্লুচিজ এবার তাদের নতুন অধ্যায় শুরু করল দেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। শুক্রবার (২৩ মে ২০২৫) এক জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয় ব্র্যান্ডটির এই বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ আউটলেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের আস্থাভাজন ক্রেতা, ক্লাব মেম্বার, যমুনা ফিউচার পার্কের উর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের খ্যাতনামা ফ্যাশন ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া প্রতিনিধিরা। আরও উপস্থিত ছিলেন ব্লুচিজের কো-ফাউন্ডার সিমিন জামান এবং চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি।

আমন্ত্রিত অতিথিরা ঘুরে দেখেন ব্লুচিজের নতুন কালেকশন, যেখানে ফুটে উঠেছে আধুনিক ট্রেন্ড, আরাম ও আত্মবিশ্বাসের নিখুঁত সংমিশ্রণ। ব্র্যান্ডটির ‘কমফোর্টেবলি ইউ’ স্লোগান প্রতিফলিত হয়েছে প্রতিটি পোশাকে ও পরিবেশনায়। নতুন আউটলেটে থাকছে এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন, স্টাইলিশ ডেইলি ওয়্যার ও সাহসী স্টেটমেন্ট পিস। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে স্টাইলপ্রেমীদের জন্য একটি নতুন গন্তব্য।
আউটলেট ওপেনিং উপলক্ষে ছিল নানা আকর্ষণীয় অফার। প্রথম ১০০ জন ক্রেতার জন্য বিশেষ গিফট ব্যাগ এবং সবার জন্য স্ক্র্যাচ অ্যান্ড উইন সুযোগ, যার মাধ্যমে পাওয়া যাচ্ছে ১৫% থেকে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। এই অফার চলবে তিন দিন।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘যমুনা ফিউচার পার্কে এই আউটলেট আমাদের ব্র্যান্ড দর্শনের পরিপূর্ণ প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, ফ্যাশন শুধু পোশাক নয়; এটি নিজেকে প্রকাশের সাহসও।’
কো-ফাউন্ডার সিমিন জামান বলেন, ‘এই আউটলেটের মাধ্যমে আমরা রাজধানীর কেন্দ্রস্থলে আমাদের গ্রাহকদের আরও কাছে যেতে পারব। ব্লুচিজের প্রতিটি আয়োজন যেন হয়ে ওঠে একজনের নিজস্ব স্টাইল ও গল্পের বহিঃপ্রকাশ– সেই লক্ষ্যেই আমরা প্রতিনিয়ত কাজ করছি।’

যারা এখনো ঘুরে আসেননি, চলে আসুন যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লুচিজ ফ্ল্যাগশিপ আউটলেটে এবং উদযাপন করুন নিজস্ব স্টাইলের অনন্য গল্প। স্টোর লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets। ওয়েবসাইট: www.blucheez.fashion।
- ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

