শুক্র-শনির সন্ধ্যাতে অনেকেরই থাকে নিমন্ত্রণ। কখনো বিয়ের, কখনো জন্মদিনের তো কখনো শুধুই একসঙ্গে বসে থাকার।
এমন উপলক্ষ যখন আসে, তখন অতিথিদের মাথায় আসে পোশাকের কথা। প্রপার ওয়্যারড্রোব প্ল্যানিং থাকলে দাওয়াত জমে হয় ক্ষীর। কারণ, তখন আত্মবিশ্বাসের আনন্দ থাকে সব কিছু ঘিরে।

কিন্তু বর্ষা মানেই কি শুধু নীল রং? না, তা মোটেই নয়। তবে গাঢ় শেড এ সময়ের জন্যে উপযোগী। আর তার সঙ্গে যদি থাকে উজ্জ্বল সোনালির অলংকরণ, তাহলে তো দুই ছক্কা পাঁচ! কারণ, গাঢ় রং আর সোনালির মিশেলে বেশ জাঁকজমক হয়ে ওঠে পোশাকের ডিজাইন।
হোক শাড়ি কিংবা সালোয়ার-কামিজ-ওড়না, সবেতেই খাটে এই সূত্র। আবার, গয়না পছন্দেও ঝক্কি হয় না তেমন। আলমিরাতে থাকা সোনা রং যেকোনো গয়না বেছে নিলেই হয়ে গেল!

দাওয়াতের উপযোগী এমন শাড়ি পাওয়া যাবে অনলাইন ব্র্যান্ড ফৌজি-সহ আরও অনেক ঠিকানাতেই। শুধু সময় করে খুঁজতে হবে।
- সারাহ্/ক্যানভাস অনলাইন
ছবি: ফৌজি’র সৌজন্যে

