জর্জো আরমানি। কিংবদন্তি ইতালীয় ফ্যাশন ডিজাইনার। লাক্সারি ফ্যাশন হাউস ‘আরমানি’র প্রতিষ্ঠাতা। গেল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫), ৯১ বছর বয়সে নিজ বাড়িতে মারা গেছেন। তার মহাপ্রয়াণে এখনো শোকে মূহ্যমান হয়ে আছে ফ্যাশন-দুনিয়া।

জর্জো আরমানি [জন্ম: ১১ জুলাই ১৯৩৪; মৃত্যু: ৪ সেপ্টেম্বর ২০২৫]। এই ছবি ১৩ জানুয়ারি ১৯৭৩-এর। ছবি: লিওনার্দো সেন্দামো
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনসূত্রে জানা যায়, আরমানির নকশাকৃত পোশাক পরে ক্যাটওয়াক করেছেন কিংবা রেড কার্পেটে হেঁটেছেন– তার মৃত্যুতে এমন অসংখ্য তারকা প্রকাশ করেছেন শোকবার্তা।

১০ অক্টোবর ১৯৭৭: ‘জর্জো আরমানি স্প্রিং ১৯৭৮ রেডি টু ওয়্যার’ শোয়ের আগে মডেলের পোশাক ঠিক করে দিচ্ছেন আরমানি। ছবি: পেন্সকে মিডিয়া/গেটি ইমেজ
ইতালির স্টাইল ক্যাপিট্যাল খ্যাত মিলানে, নিজ নামে আরমানির ব্র্যান্ড চালু করার তিন বছর পর, ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ভারসাচি’র যুগ্ম-প্রতিষ্ঠাকারী এবং বর্তমান চিফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর দোনাতেল্লা ভারসাচি গেল বৃহস্পতিবার বলেছেন, ‘দুনিয়া আজ এক জায়ান্টকে হারাল।… ফ্যাশনের মাধ্যমে ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন জর্জো আরমানি। দুনিয়াজুড়ে প্রজন্ম থেকে প্রজন্মে স্টাইলকে সংজ্ঞায়িত করে গেছেন তিনি।’

১ মার্চ ১৯৮২: মডেলদের সঙ্গে জর্জো আরমানি। ছবি: করবিস/গেটি ইমেজ
‘প্রাদা’র এক্সিকিউটিভ ডিরেক্টর মিউচ্চিয়া প্রাদা বলেছেন, ‘নিজ রুচি ও সৃজনশীলতার সমন্বয়ে জর্জো আরমানি ছিলেন ইতালীয় ও আন্তর্জাতিক ফ্যাশনের একজন মায়েস্ত্রো এবং অবিসংবাদিত মুখ্যচরিত্র।’

২০০৫: জাপানের টোকিওতে নিজ লেবেলের ‘২০০৫-০৬ অটাম/উইন্টার কালেকশন’-এর শোয়ের পর মডেলদের সঙ্গে জর্জো আরমানি। ছবি: এএফপি/গেটি ইমেজ
হলিউড তারকা লিওনার্দাে ডিক্যাপ্রিওর বার্তা, ‘তিনি ছিলেন এমন একজন কিংবদন্তি শক্তি, যিনি নানা প্রজন্মকে প্রাণীত করেছেন।’
ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল একটি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে আরমানিকে অভিহিত করেছেন ‘সবচেয়ে সত্যপূর্ণ বোধে একজন নিখুঁততম’ ব্যক্তি হিসেবে।
- ক্যানভাস অনলাইন
ছবি: পেজ সিক্স-এর সৌজন্যে

