skip to Main Content
কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার নিয়ে আইটেল সুপার ২৬ আলট্রা

স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। ২০ হাজার টাকা সেগমেন্টের এই ডিভাইস উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ক্যাটাগরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। একই সঙ্গে এটি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা নিশ্চিত করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন সুপার ২৬ আলট্রা ডিভাইসটি ৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনে আসবে; ফলে হাতে আরামদায়ক অনুভূতি দেবে এবং প্রতিদিনের ব্যবহারেও থাকবে কার্যকর। এর থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে ১.৫কে রেজল্যুশন ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে রয়েছে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস; যা ইনডোর, আউটডোর বা উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও চমৎকার ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এতে ব্যবহৃত কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার ডিভাইসে অতিরিক্ত শক্তি যোগ করবে এবং রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স ফোনটিকে প্রতিদিনের চাহিদা পূরণের উপযোগী করে তুলবে।

এ ছাড়াও, অতিরিক্ত ফিচার হিসেবে এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা-লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফোনটিকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারা দিনের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। এটি স্লিম এই ফোনকে করে তুলবে স্টাইলিশ ও টেকসই।

সফটওয়্যারের দিক থেকেও সুপার ২৬ আলট্রায় সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর এআই ইমেজ এডিটর স্বয়ংক্রিয়ভাবে ফটো অর্গানাইজ ও পোর্ট্রেট উন্নত করবে; এতে ব্যবহৃত সিনেমাটিক ভ্লগ জেনারেটর সেকেন্ডের মধ্যেই পেশাদার মানের ভিডিও তৈরিতে সক্ষম; এআই ক্যামেরা ইরেজার ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলতে সাহায্য করবে এবং সার্কেল টু সার্চ ফিচার ব্যবহারকারীদের নির্বাচিত স্ক্রিন কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে দেবে সহায়তা। আইটেলের এআই অ্যাসিস্ট্যান্ট সোলা প্রতিদিনের কাজ ও বিনোদনকে আরও সাবলীল করে তুলবে।

স্টাইল, পারফরম্যান্স ও উদ্ভাবন একসঙ্গে চান– এমন তরুণ, ডিজাইন-প্রেমী ও প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের জন্য এই স্মার্টফোন। এর উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম ডিউরেবিলিটি ও শক্তিশালী এআই ইন্টিগ্রেশন এটিকে তার সেগমেন্টে একটি অনবদ্য ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করবে; যা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা করবে নিশ্চিত।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আইটেল-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top