জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের শোরুমে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘সিক্রেট লিসেনিং পার্টি’তে অংশ নিয়েছে। আনন্দমুখর পরিবেশে অর্থহীনের সঙ্গে উপস্থিত ছিলেন মাইলসের হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইটের সাকিব চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, ভৌতিস্ট টিমের জিবরান এবং সুমনপুত্র আহনাফ সালেহীন।

তাতে ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের ‘ফিনিক্স ২’, ‘শিকারি’, ‘ক্যাকটাস’ (ফিচারিং আহনাফ সালেহীন), ‘ইচ্ছে’, ‘বেদনার চোরাবালি ২’ (ফিচারিং ফ্র্যাঙ্ক গ্যামবালি ও বব ফ্র্যাঙ্কেসচিনি), ‘উন্মাদ’, ‘বৃষ্টির গান’ এবং বহুল প্রতীক্ষিত ‘নিকৃষ্ট’র সিকুয়েল ‘নিকৃষ্ট ৪’– এই গানগুলো পরিবেশিত হয়। অ্যালবামটির মাধ্যমে অর্থহীন প্রথমবারের মতো তাদের নতুন জনরা ‘বাংলা ন্যু মেটাল’-এর পরিচয় করিয়ে দিচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজনে বেসবাবা সুমন তার ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘খুব ভাগ্যবান না হলে আমরা জেন আলফাকে আমাদের এই অনুষ্ঠানে পেতাম না।’ তিনি আরও বলে, ‘অর্থহীন সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এবং বদলাতেই থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ওউন্ড ব্যান্ডের বেজিস্ট এ. কে. রাতুলের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই অ্যালবাম তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামটি আগামী শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজ-সহ প্রধানসব স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত ২ অক্টোবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’-এর লিংক এখানে দেওয়া হলো: https://www.youtube.com/watch?v=BuzPfe2Gezk।

অর্থহীন নতুন এই অ্যালবামের প্রকাশ ও প্রচারণার নানা আয়োজনের শীর্ষ পৃষ্ঠপোষক মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ, সহযোগী প্রতিষ্ঠান শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন এবং অংশিদারী প্রতিষ্ঠান হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, কুল এক্সপোজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

