রোববার (১৯ অক্টোবর ২০২৫) সিক্স সিজনস হোটেল আনন্দের সঙ্গে উদযাপন করেছে তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট ‘বানকা’তে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। আনন্দঘন এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি, অংশীদার ও সহযোগীরা, যারা একসঙ্গে উদযাপন করেছেন বিলাসবহুল আতিথেয়তার এক যুগের অনন্য যাত্রা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ছিল কেক কাটিং, ফটো সেশন, লাইভ মিউজিক, র্যাফেল ড্র, গালা ডিনারসহ নানা আকর্ষণীয় আয়োজন। সন্ধ্যাজুড়ে অতিথি ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক উষ্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশ বিরাজ করেছে। এই অনুষ্ঠান শুধু গত বারো বছরের সাফল্যের উদযাপনই নয়; বরং ভবিষ্যতে আরও বিশ্বমানের সেবা প্রদানের অঙ্গীকারের প্রতীক হিসেবেও চিহ্নিত হয়।
- ক্যানভাস অনলাইন
ছবি: সিক্স সিজনস হোটেল-এর সৌজন্যে

