সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ৪২তম গ্র্যাজুয়েশন ফ্যাশন শোর আয়োজন। বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই শোতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করেন।

চারটি কিউয়ে উপস্থাপিত হয় এই থিমেটিক সংগ্রহ। অ্যাকুয়া ইডেন, স্কারলেট স্পিরিট, জার্নি টু ইমোশন, রুটস অ্যান্ড জিওমেট্রি শিরোনামে থিম নির্দিষ্ট করা হয়। সব পোশাকই ছিল ফিউশনধর্মী।

আধুনিক কাট ও প্যাটার্নের কিন্তু দেশীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন দেখা গেছে। ড্রেপড, লেয়ারড ও গ্যাদারড ফ্যাব্রিকের নকশায় কাজ করেছেন শিক্ষার্থীরা।

সংগ্রহগুলোতে নিরীক্ষার ছাপ স্পষ্ট। হাতের কাজ, কারচুপি, বিডস, হ্যান্ডপেইন্ট ও অ্যাপ্লিকের ব্যবহার দেখা গেছে অলংকরণে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

