আসছে ঈদ। কত রকমের ধকল! ওসব ফেলে পার্লারে যাওয়ার ফুরসত কই! কিন্তু ঈদের সময় পোশাক পরিচ্ছদের সঙ্গে হাত-পায়ের পরিচ্ছন্নতাও আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে। কোমল হাত-পা রুচিবোধের পরিচায়ক। তাই পেডিকিউর মেনিকিউরের বেলায় বিন্দুমাত্র ছাড় নয়। নানা রকমের ব্যস্ততার মধ্যে থেকেও ঘরে বসে খুব সহজে করতে পারেন পেডিকিউর ও মেনিকিউর। বিশেষ করে ঈদের জন্য। জেনে নেওয়া যাক ঘরে বসে পেডিকিউর মেনিকিউরের ফন্দি।
নেইলপলিশ ব্যবহার করলে প্রথমেই নখের পলিশ তুলে নিন।
এরপর ধীরে ধীরে ও সাবধানে পছন্দমতো শেপে নখগুলো কেটে নিন।
নখে ক্রিম মাখুন। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণের মধ্যে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন।
পরিষ্কার তোয়ালে বা জীবাণুমুক্ত কাপড় দিয়ে হাত-পা ভালোভাবে মুছে নিন, যাতে পানি না থাকে।
নখে আবারও ক্রিম মাখুন এবং কিছুক্ষণ ম্যাসাজ করুন। নখের গোড়ায় জমে থাকা ময়লা খুব সতর্কতার সঙ্গে পরিষ্কার করে নিন।
হাত-পায়ে ক্রিম ম্যাসাজের পর চালের গুঁড়া, চিনি, লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব দিয়ে ঘষে মৃতকোষগুলো তুলে ফেলুন। অনেকক্ষণ ধরে স্ক্রাব করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে।
বাফার দিয়ে নখের উপর লেগে থাকা ময়লাগুলো ঘষে পরিষ্কার করুন।
মুলতানি মাটি, মধু ও গোলাপজলের একটি পেস্ট তৈরি করুন। তা হাত ও পায়ে মেখে ১৫ মিনিট রেখে দিন। পরিশেষে পানি দিয়ে হাত-পা ধুয়ে নিন।
হাত-পা মুছে ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে নিন। ব্যস, হয়ে গেল আপনার পেডিকিউর মেনিকিউর।