আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ঢাকা মেকারসের কাজ প্রশংসিত হয়েছে নিয়মিত। এবার এই টিমের আয়োজন এসেছে খানিকটা ভিন্নভাবে। নাম দেওয়া হয়েছে ‘ক্রাফটেড বাই মেকারস’।
এবার সর্বাধিক গুরুত্ব পাচ্ছে কর্মশালা। রাজধানীর গুলশানের তেজগাঁও লিংক রোডের আলোকির শালা নেইবারহুড আর্ট স্পেসে ১৩ থেকে ১৬ নভেম্বর ২০২৫, চার দিন চলবে এই উৎসব।

স্থানীয় কারুশিল্পী, ফ্যাসিলিটেটর ও ক্রিয়েটিভ এডুকেটরদের পরিচালনায় এই সেশনগুলোতে অংশ নিতে পারবেন শিশু, শিক্ষার্থী, পেশাজীবী, প্রবাসী বা যে কেউ, যিনি নিজের ভেতরের মেকারকে খুঁজে পেতে চান। দক্ষ কারুশিল্পীদের পরিচালনায় শেখা যাবে নকশিকাঁথা স্টিচিং, টেরাকোটা ওয়ার্ক, পুতুল বানানোসহ নানা ঐতিহ্যবাহী ও টেকনিক্যাল ক্রাফট। বাবা-মা ও বাচ্চারা একসঙ্গে অংশ নিতে পারবেন মজার, ইন্টারেকটিভ ওয়ার্কশপে। যারা একেবারে নতুন, তাদের জন্য আছে উন্মুক্ত সেশন। শেখা যাবে ক্যান্ডেল বানানো, মিনি মডেল তৈরি কিংবা অরিগামি।

আয়োজকদের ভাষ্য, ঢাকা মেকারস সব সময় বিশ্বাস করে, সৃষ্টিশীলতা মানেই উৎসব। ওয়ার্কশপ সিরিজের মাধ্যমে উৎসবের চেতনাকে বিলিয়ে দিতে চায় ঢাকাবাসীর মনে। এখানে অংশগ্রহণকারীরা পাবেন কিউরেটেড ওয়ার্কশপ কিট, গাইডেড হ্যান্ডআউট, আর নিজের হাতে বানানো সৃষ্টিগুলো ঘরে নিয়ে যাওয়ার সুযোগ। অংশগ্রহণের জন্য ব্রাউজ করতে হবে www.dhakamakers.com ওয়েবসাইটে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

