ত্বকে বয়সের ছাপ কারোরই কাম্য নয়। কিন্তু বয়স তো আর বেঁধে রাখা যায় না। ত্রিশ বছর বয়স হলেই আমাদের চামড়ার স্বাভাবিক ইলাস্টিসিটি কমে যায়। আবার আমাদের দেশের আবহাওয়ার কারণে অনেকের ত্বকেই অকালে বুড়িয়ে যাওয়ার ছাপ পড়ে। এই অনাকাঙ্ক্ষিত বয়সের ছাপ দূর করতে পারে লিচুর মাস্ক।
প্রতি ১০০ গ্রাম লিচুতে রয়েছে ১.১ গ্রাম প্রোটিন, ০.২ গ্রাম ফ্যাট, ১৩.৬ গ্রাম শ্বেতসার, ০.০২ গ্রাম ভিটামিন বি১, ০.০৬ গ্রাম বি২, ০.৫ গ্রাম খনিজ লবণ, ৩১ মি.গ্রা ভিটামিন সি, ০.৭ মি.গ্রা লৌহ। এ ছাড়া আছে থিয়ামিন, নিয়াসিন ইত্যাদি। লিচুতে থাকা এসব উপাদান ত্বক থেকে বয়সের ছাপ প্রতিরোধ করে।
লিচুর মাস্ক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নিশ্চিত করে ত্বকের যৌবন অটুট রাখে। তা ছাড়া লিচুতে থাকা উপাদানগুলো মুখের শুষ্ক ভাব দূর করে, কপালে ভাঁজ পড়া, ঠোঁটের চারপাশের বলিরেখা, গলা ও বুকের পিগমেন্টেশন দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিচুর মাস্ক। ত্বকের তৈলাক্ততা দূর করে ব্রণের উপদ্রবও কমায়। চলুন, জেনে নিই লিচু দিয়ে মাস্ক তৈরির প্রণালি।
তিনটি লিচু ব্লেন্ড করে নিন। তাতে দুই চামচ টক দই ও ১ চা-চামচ আটা মিশিয়ে নিলেই লিচুর ফেস মাস্ক তৈরি হয়ে যাবে।
মাস্কটি মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। লিচুর এ ফেস মাস্ক আপনার ত্বকে ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাবেন।