সমকালীন ডিজাইন আর পরিচ্ছন্ন মডার্ন লুকের জন্য তরুণ-তরুণীদের পছন্দের স্টোর জেন্টল পার্ক। প্যাটার্ন ও ডিজাইন বৈচিত্র্য নিয়ে ফ্যাশন ট্রেন্ডে আধুনিকতার প্রকাশ তাই ব্র্যান্ডটির পোশাকি ক্যানভাসে। আপ টু ডেট মেনজ, ওমেন ও জুনিয়র- এই তিন ধরনের আউটফিটে বরারবই থাকছে টেইলরিং মুনশিয়ানা। ১৯ সেপ্টেম্বর ব্র্যান্ডটির ১ যুগপূর্তি উপলক্ষে কেনাকাটায় দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। মাত্র তিন দিনের জন্য সারাদেশের জেন্টল পার্ক স্টোরে যেকোনো পণ্য ক্রয়ে মিলবে শর্তহীন ৩০ ভাগ মূল্যছাড়ের সুযোগ। প্রতিষ্ঠানটির ১ যুগপূর্তি উপলক্ষে জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, আমরা রেডি টু ওয়ার প্রোডাক্ট ক্রেতাদের আশপাশের জনপ্রিয় ফ্যাশন হাবগুলোতে পৌঁছে দিতে চাই। উল্লেখযোগ্য বিভাগীয় আর জেলা শহরে বর্তমানে ৩১টি স্টোর রয়েছে। পাশাপাশি সারা দেশেই ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে জেন্টল পার্ক। এ ছাড়া সব সময় প্রডাক্ট লাইনে থাকবে পরিবর্তন। পাশাপাশি অনলাইন শপিং জনপ্রিয় করতে এখন থেকেই আমাদের থাকবে ক্রিয়েটিভ নানা পদক্ষেপ এবং মূল্যছাড় সুবিধাও। মুলত মেইড ইন বাংলাদেশ নামটি নিয়ে আমাদের ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশই সামনের সময়ের লক্ষ্য।
উল্লেখ্য, যুগপূর্তি ৩০ ভাগ ছাড়ের অফার এবং নতুন প্রডাক্ট লাইনের আপডেট জানতে জেন্টল পার্ক ফেসবুক পেজে নিয়মিত অনুসরণ করেন প্রায় ৯ লক্ষ ফ্যাশন হান্টার। দেশের হাতে গোনা যে কটি জনপ্রিয় ব্র্যান্ড ফেসবুক কর্তৃক ভেরিফাইড হলো, তার মধ্যে জেন্টল পার্ক অন্যতম।