তা কী করে সম্ভব? আরামের ঘুম হারাম করে রাতভর রূপচর্চার উপকরণ নিয়ে ঘষামাজায় রূপ কতটা খোলতাই হবে, তা নিয়ে সন্দেহ রয়েই যায়। কিন্তু এ-ও সম্ভব। অল্প কিছু উপকরণে, রাতে সামান্য সময় ব্যয়ে। সকালে উঠে পাবেন চনমনে উজ্জ্বল ত্বক আর চুল।
শুষ্ক ঠোঁট
রাতে শোবার আগে দাঁত মাজার ব্রাশ দিয়ে দাঁত তো বটেই, ঠোঁটটাও সামান্য ঘষে নিন। তারপর মধুর পাতলা পরত দিয়ে দিন। সকালে ঠোঁট হয়ে উঠবে কোমল আর মসৃণ।
বাড়ন্ত ব্রণের জন্য
মধু মেখে নিন ব্রণের উপর। এর উপর আটকে দিন ব্যান্ডেজ। রাতভর রেখে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।
আগা ফাটা আটকে দিতে
চুলের আগা ফাটা ভাব রোধে ব্যবহার করতে পারেন এ মিশ্রণ। মধুর মধ্যে অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। রাতে চুলের আগার অংশে মেখে নিন। রাতভর চুলে আর্দ্রতা জোগাবে। দূর হবে শুষ্কতা, রুখবে আগা ফাটার প্রবণতা।
উজ্জ্বলতার জন্য
রাতে শোবার আগে দুভাগ অ্যালোভেরা জেলের সঙ্গে এক ভাগ মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। মুখে মেখে নিন ক্রিমের মতো। ওভারনাইট এ মাস্ক পরের দিন সকালে দেবে উজ্জ্বল কোমল চেহারা।
দাগ দূর করতে
দাগছোপের ওপর পাতলা পরতে মধু মেখে নিন। রাতভর রেখে সকালে উঠে ধুয়ে নিলে দেখবেন দাগ অনেকটাই অদৃশ্য।
ব্লক ব্ল্যাকহেডস
যাদের ব্ল্যাকহেডসের সমস্যা আছে তাদের জন্য ওভারনাইট ওয়াল্ডার এ মিশ্রণ। লেবুর রস আর মধু মিশিয়ে তৈরি। এটা ব্ল্যাকহেডস যুক্ত জায়গায় মেখে রাখুন রাতভর। সকালে ব্ল্যাকহেডস মুক্ত থাকবে ত্বক।