অনলাইনে প্রকাশ হতে যাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ৯ পর্বের ওয়েব সিরিজ ঢাকা মেট্রো। জানা গেছে, কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’ থেকে চলতি মাসেই প্রকাশিত হবে। ওয়েব সিরিজটি ঠিক কত তারিখে মুক্তি পাবে, জানতে চাইলে অমিতাভ রেজা ক্যানভাসকে বলেন, ‘এটা আমার হাতে নেই। এটা হইচই জানে। ’
ঢাকা মেট্রো নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে পরিচালক অমিতাভ রেজা ক্যানভাসকে বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। একধরনের এক্সপেরিমেন্ট করা আছে এটিতে। যেকোনো এক্সপেরিমেন্টাল জিনিস আসলে তাড়াতাড়ি বোঝা যায় না। আমরা এটা প্রথমবার করছি, তাই আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা একটা গল্প হাজির করেছি। যা ম্যাজিক-রিয়েলিস্টিক একটি স্টোরি। গল্পের মধ্যে ম্যাজিক রিয়েলিজমের পাশাপাশি সেটার মধ্যে একধরনের পলিটিক্যাল স্যাটায়ার আছে। রাষ্ট্রের বিভিন্ন যে সমস্যা, সেগুলো নিয়ে স্যাটায়ার আছে। বিভিন্ন জিনিস মিলিয়ে এটা একধরনের প্রকাশ। আমি জানি না, এ মুহূর্তে ঢাকা মেট্রো মানুষের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে, তাহলে বুঝতে পারব, যে নিরীক্ষার মধ্য দিয়ে আমি ছবিটা করার চেষ্টা করেছি, সেটা কাজ করছে। আর যদি ভালো না লাগে, তাহলে বুঝব যে আমি আসলে কানেক্ট করতে পারিনি। আমার অন্য ধরনের কোনো এক্সপ্রেশন লাগবে। ’
ঢাকা মেট্রো ওয়েব সিরিজে অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, অপি করিম, শশী, শরিফুল, নেভিল প্রমুখ।