ফ্রম ফ্যাশন উইক I আবার এলো যে সন্ধ্যা
কিন্তু এবার চোখের পাতায়। অস্তগামী সূর্যের চারপাশের মায়াময় আলোর রঙের বিচ্ছুরণের প্রেরণায় কমলা, তপ্ত সোনারং আর বেগুনির ব্লেন্ডে, নাটকীয়তায় পরিপূর্ণ। মায়ামি সুইম উইক ২০২৫ এর আয়োজনে লিলা নিকোল আর ইভোয়েরে সুইমের শো যেন এমন সানকিসড শ্যাডোর মুনশিয়ানাতেই নজর কেড়েছে মেকআপপ্রেমীদের। আর বোনাস? সব স্কিন টোনে সুন্দর মানিয়ে যায়। গ্লো গ্যারান্টেড!
বিউটি ডেস্ক
মডেল: ইলা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
