ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে “ঐতিহ্য সপ্তাহ” উৎসব। যার নামকরণ করা হয়েছে “নব আনন্দে বৈশাখ”। এই উৎসবে প্রদর্শিত হবে বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক এবং নান্দনিক ডিজাইন। আরও থাকবে ফ্যাশন শো। উৎসবে দশজন ডিজাইনার অংশগ্রহণ করবেন। তারা হলেন মাহিন খান, কুহু প্লামন্দন, বিপ্লব সাহা, ফারাহ আঞ্জুম বারী, শাহরুখ আমিন, নওশীন খায়ের, লিপি খন্দকার, চন্দনা দেওয়ান, মারিয়া ইসলাম, রূপো শামস। এ ছাড়া মাস্টার কারুশিল্পীদের বিভিন্ন শিল্পকর্মও প্রদর্শিত হবে। সঙ্গীতের অংশ হিসেবে থাকবে বাউলগান। সিটি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এই উৎসব শুরু হবে ৩১ মার্চ বেলা ১১টায়। চলবে দুই দিন।
Related Projects
কর্মজীবী নারীর স্বাস্থ্য সুরক্ষায় জেসিআই
- September 30, 2024
কর্মক্ষেত্রে চাপ সামলানো, অফিসে বসে কাজের ফাঁকে হালকা ব্যায়াম এবং সহকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার উপায় নিয়ে এই ওয়ার্কশপে আলোচনা হয়
ইয়ার-এন্ড সেলে ইশো
- December 28, 2023
ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের জন্য নতুন বছরে বাড়ি ও অফিসকে নতুনভাবে সাজিয়ে তোলা আরও সহজ হয়ে উঠবে
ঈদ আয়োজনে ঢাকা রিজেন্সী
- June 12, 2024
আভিজাত্যের ছোঁয়া এবং বৈচিত্র্যময় আয়োজনের জন্য ঢাকা রিজেন্সী জনপ্রিয়তার দিক দিয়ে সব সময় একধাপ এগিয়ে