সবারই একটা করে প্রিয় বালিশ থাকে। যেটাকে জড়িয়ে না ধরলে আরামের ঘুম হয় না রাতে। তবে সাবধান! কারণ ছয় মাসের পুরোনো বালিশ থেকে কিন্তু অ্যালার্জি আর ব্রণের প্রকোপ বাড়ে। আমেরিকান স্লিপ টু লিভ ইনস্টিটিউটের ডিরেক্টর ড. রবার্ট ওক্সম্যান বলেন, পুরোনো বালিশ মানেই ময়লা, তেল, মৃতকোষ আর জীবাণুর আখড়া। তার থেকে হাঁপানি ও নানা অ্যালার্জি হতে পারে। তাই ছয় মাস অন্তর পাল্টাতে হবে বালিশ। আর পনেরো দিন পরপর ধুয়ে নিতে হবে পিলো কভার।
Related Projects
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চুক্তি
- May 13, 2024
এই চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সকল কর্মকর্তা গার্ডিয়ান লাইফের বীমা সুরক্ষার আওতায় থাকবেন
কে ক্র্যাফটের ঈদ সংকলন
- March 27, 2024
কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করেছে উৎসবমুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে