মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ বছরের মাঝামাঝি বাজারে আনছে অফিস ২০১৯। এতে থাকবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোটের উন্নত সংস্করণ। এক্সেলে যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, ফরমুলা, চার্ট এবং দ্রুত গবেষণা করে রিপোর্ট প্রদর্শনের সুবিধা। পাওয়ার পয়েন্টে পাওয়া যাবে সহজে ও দ্রুত প্রেজেন্টেশন তৈরির জন্য নতুন ফিচার ও থিম। এ ছাড়া থাকবে সুন্দর আইকন, ভেক্টর গ্রাফিকস ও থ্রিডি ছবির সংযোজন। সফটওয়্যারটি উইন্ডোজ টেন ছাড়া অন্য কোনো সংস্করণে চলবে না। উইন্ডোজের অন্য সংস্করণে চালাতে হলে গ্রাহককে অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে সাবস্ক্রাইব করে আপডেট করতে হবে। ধারণা করা হচ্ছে, অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে নিবন্ধনের সংখ্যা বাড়াতেই এমন করা হয়েছে। তবে মাইক্রোসফট অফিসের অন্য সংস্করণের মতো এটিও বেশ জনপ্রিয় হবে- আশা প্রতিষ্ঠানটির।
Related Projects
ম্যাসেঞ্জারের অটোপ্লে ভিডিও বিজ্ঞাপন
- June 21, 2018
ম্যাসেঞ্জারে ব্যক্তিগত বার্তা চলাকালীন ভিডিও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এ বিজ্ঞাপন।
রাজধানীর সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু
- October 12, 2025
একই সঙ্গে অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে
অনারের এক্স৯বি চমক
- April 18, 2024
দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

