skip to Main Content
অ্যাপে চাকরি

যুগটা অনলাইনের। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ- সবকিছুতেই যেন অনলাইনের জয়জয়কার। অনলাইনের সূত্র ধরে বাজারে আসছে নিত্যনতুন অ্যাপ। অ্যাপগুলো আসছে নানা রকমের সুবিধা নিয়ে।
এত দিন চাকরির খবরের জন্য মানুষকে চোখ বুলাতে হয়েছে কাগজের পত্রিকায় কিংবা অনলাইনে। সিভি পাঠানোর ক্ষেত্রে কাগজের সিভির যুগ গেছে, এখন অনলাইনেই সিভি পাঠিয়ে দিচ্ছেন চাকরিপ্রত্যাশীরা। এবার চাকরির খবর নিয়ে এসেছে একটি অ্যাপ। এই অ্যাপে যেমন থাকবে চাকরির খবরাখবর, তেমনই সিভি জমা দেওয়া যাবে অ্যাপের মাধ্যমেই।
জনপ্রিয় সব চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘জবরিমাইন্ড২৪ ডটকম’। প্রতিষ্ঠানটি এত দিন ধরে তাদের সেবা ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকলেও এবার তারা অ্যাপের মাধ্যমে সেবা চালু করেছে। সম্প্রতি ‘জবরিমাইন্ড২৪’ নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। হালনাগাদ সব চাকরির তথ্য পাওয়া যাবে অ্যাপটিতে।
জবরিমাইন্ড২৪ ডটকমের প্রধান কর্ণধার সোহাগ জানান, সরকারি ও বেসরকারি সব চাকরির তথ্যই পাওয়া যাবে ‘জবরিমাইন্ড২৪’ নামের অ্যাপে। সহজে ব্যবহার উপযোগী করেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেকেই সঠিক চাকরির খোঁজ পায় না, চাকরির খোঁজ দিতেই আমরা বিশ্বমানের অ্যাপ নিয়ে হাজির হয়েছি। এই অ্যাপের মাধ্যমে মিলবে চাকরির সব তথ্য।
শুধু ঢাকার অভ্যন্তরীণ চাকরির খবরই নয়, জেলা ও উপজেলার চাকরির খোঁজও মিলবে ওই অ্যাপে। https://goo.gl/Ftu1PU এই লিংকে গেলেই পাওয়া যাবে অ্যাপটি।

This Post Has One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top